অনলাইন ডেস্ক :
গুণী অভিনেতা আহমেদ রুবেলকে এবার দেখা যাচ্ছে একটি মিউজিক্যাল ফিল্মে। তাও আবার একেবারে ভয়ংকর লুকে! সম্প্রতি প্রকাশ হলো ‘ডেমোক্রেট’ ব্যান্ডের ‘জোছনা রাতে’। আর তাতে মডেল হিসেবে প্রথমবার কাজ করেছেন আহমেদ রুবেল। তার বিপরীতে আছেন তাহিয়া তাসনিম। গানটির গীতিকার ও সুরকার ফজলে আজিম জুয়েল বলেন, ‘৯০ দশকের ব্যালার্ড রক মিউজিকের ফিল পাবেন শ্রোতারা, সঙ্গে সারপ্রাইজিং মিউজিক ভিডিও তো আছেই।’ মিউজিক্যাল ফিকশনটি নির্মাণ করেছেন ফাহিন আরেফিন ইভান। ‘ডেমোক্রেট’ লাইন আপ: ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল), মন্জুরুল ইসলাম সুমন (গিটার), শামস্ ইমন (গিটার), জিয়া (বেজ গিটার) ও মুরাদ (ড্রামস)।
আরও পড়ুন
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী