January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 21st, 2022, 8:36 pm

মক্কায় ইসরাইলি সাংবাদিক, বিশ্বজুড়ে সমালোচনার ঝড়!

অনলাইন ডেস্ক :

মুসলমানদের পবিত্র নগরী মক্কায় অমুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় এক ইসরাইলি সাংবাদিক প্রবেশের ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে।এ ঘটনার মধ্য দিয়ে আবারও ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি নতুন করে সামনে এসেছে বলে মনে করছেন অনেকে।মুসলমানদের পবিত্র মক্কা নগরীতে অমুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় প্রবেশ করেন এক ইসরাইলি সাংবাদিক। সঙ্গে ছিলেন স্থানীয় গাইড। খবর আল-জাজিরা।বিষয়টি এরইমধ্যে আলোড়ন তুলেছে। গিল তামারি নামের ওই সাংবাদিক ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের সংবাদকর্মী বলে জানিয়েছে আলজাজিরা। চ্যানেলটির এক ভিডিওতে দেখা যায়, গিল তামারি এবং তার স্থানীয় গাইড মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান কাবা শরিফের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের হিব্রু ভাষায় কথা বলতে দেখা যায়। পরে দ্রুতই তারা ইংরেজিতে কথা বলতে শুরু করেন।এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। টুইটারে ‘আ জিউ ইন মক্কা’স গ্র্যান্ড মস্ক’ নামে একটি হ্যাশট্যাগ ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে।ইসরাইলের আঞ্চলিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী এ ঘটনার নিন্দা জানিয়েছেন।