নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার পাশের সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জেলাগুলো হলো নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ।
এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এ সময়ে সব ধরনের গণপরিবহণ চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে।
সোমবার বিকেলে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, অন্য কোনো জেলা প্রশাসন চাইলে লকডাউন দিতে পারবে।

আরও পড়ুন
শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ
অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ
হাদি ছিলেন বিপ্লবী রক্তে উজ্জীবিত প্রতিবাদের অনন্য প্রতীক: প্রধান উপদেষ্টা