বিএনপি ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে মঙ্গলবার সারাদেশে অন্তত সাতটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সারাদেশে সাতটি অগ্নিসংযোগের খবর পেয়েছেন তারা।
এর মধ্যে ঢাকা শহরে একটি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ ও গাজীপুর) চারটি, চট্টগ্রাম বিভাগে একটি এবং রাজশাহী বিভাগে (বগুড়া) একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে তিনটি যাত্রীবাহী বাস, একটি কাভার্ডভ্যান, একটি পিকআপ ভ্যান, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম এবং একটি পুলিশ বক্স পুড়ে গেছে।
আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিতে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
এবার টিউলিপ সিদ্দিককে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিলেন ইলন মাস্ক
এইচএমপি ভাইরাসে আক্রান্ত সানজিদা মারা গেছেন
১৭ বছর পর কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর