January 23, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 7:18 pm

‘মডেল স্টার অব এশিয়া’ খেতাব জয় করলেন শিলা

অনলাইন ডেস্ক :

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ বিজয়ী শিরিন আক্তার শিলা। ক’দিন আগে দক্ষিণ কোরিয়ার এশিয়া মডেল ফেস্টিভ্যালে বিচারকের আসনে বসেছিলেন তিনি। মজার ব্যাপার হলো- তিন বছর আগে এ প্ল্যাটফর্মে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন শিলা। শুধু তাই নয়, এবার ‘মডেল স্টার অব এশিয়া’-এর খেতাব জিতে নিয়েছেন এই বাংলাদেশি অভিনেত্রী। এই প্রাপ্তিতে দারুণ আনন্দিত শিরিন আক্তার শিলা। অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন-‘আজ আমি অনেক অনেক অনেক খুশি। যখন মঞ্চে ট্রফি হাতে দাঁড়ানো ছিলাম- আমার চোখ পানিতে টলমল করছিল। আমার গত চার বছরের পরিশ্রমের ঘাম, আমার মেধার সবটুকু ঢেলে দেওয়া রাত, আমার না খাওয়া ভাত, আমার না দেওয়া আড্ডার সময় আমার সঙ্গে বেঈমানি করেনি। আর একটা বিশ্বাস পেয়েছি, যে পরিশ্রম করে সে কখনো খালি হাতে ফেরে না, যে অনিশ্চিত স্বপ্নের দিকে ধায় তার না ঘুমানো চোখ কখনো মরীরিকা দেখায় না; আমি তার রাজসাক্ষী।’ যে প্রাপ্তির জন্য শিলা আজ আনন্দিত, তা সহজে ধরা দেয়নি। তার পেছনের সংগ্রামের গল্প জানিয়ে এই অভিনেত্রী বলেন-‘সকাল ৮টা থেকে সাড়ে ৫টা নাগাদ ফিজিক্সের মাথানষ্ট করে দেয়া ক্লাস-ল্যাব করে সন্ধ্যায় বাসে ঝুলে টিউশনি করে রাতে নিজের পড়ার ফাঁকে ফাঁকে সেই অনিশ্চিয়তার স্বপ্ন দেখা মেয়েটা আজ মডেল স্টার অব এশিয়া। এক অদ্ভুত তৃপ্তি আমার মাঝে কাজ করছে। কারণ সদ্য কৈশোর পেরোনো স্বপ্নাতুর সেই কিশোরী স্বপ্নলোকের মায়া মায়া ডাকে সাড়া দিয়ে পথ হারায়নি।’ মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অভিনয়ে খুব সরব হননি শিলা। অল্প কিছু কাজ করেছেন। সর্বশেষ তার অভিনীত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ বেশ প্রশংসা কুড়ায়। এ সিরিজে সোহেল ম-লের সঙ্গে ‘পেতনি’ চরিত্রে অভিনয় করেন তিনি। এটি নির্মাণ করেন নুহাশ হুমায়ূন।