রাজধানীর মতিঝিলের ‘মডার্ন ম্যানশন’ নামের ১৫ তলা ভবনের পাঁচটি পিলারে ফাটল দেখা দেয়ায়, ভবনটিকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক (গণমাধ্যম শাখা) শাহজাহান সিকদার বলেন, বুধবার পরিদর্শন শেষে কর্তৃপক্ষ এটিকে ‘ঝুঁকিপূর্ণ ভবন’ ঘোষণা করে একটি সাইনবোর্ড লাগিয়েছে।
তিনি আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় তিনটি ও তৃতীয় তলায় দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে।
রবিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অনুসন্ধান ও উদ্ধারকারী দল ভবনটি পরিদর্শন করে। তাৎক্ষণিকভাবে ভবনটি খালি করা হয়।
প্রাচীন এই ভবনটি ১৯৬২ সালে নির্মাণের অনুমোদন পায়।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন