সৈয়দ রায়হান বিপ্লব :
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর বাজার অবস্থিত মদিনাতুল উলুম হামিদিয়া স্কুল এন্ড মাদ্রাসা-র উদ্যোগে সোমবার (৮ ডিসেম্বর) বাদ এশা অভিভাবক সমাবেশের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাজি গঙ্গারামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোসলেম উদ্দিন প্রামানিক। বিশিষ্ট আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিমপুর দা.আ.সি. দা. মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সামছুল ইসলাম সাদা মিয়া, কুতুবপুর সদরা আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ,আলহাজ্ব বেলাল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক,আলহাজ্ব মোখলেছ প্রামানিক,কাশিপুর দাঃ আঃ সিঃ দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক,এসএম আতিকুল ইসলাম, শাহাজান মিয়া,আলহাজ্ব ধলু মিয়া,ইউপি সদস্য মুছা মিয়া,আলহাজ্ব ফুল মিয়াসহ আরও অনেক ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভায় প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মাওলানা বায়েজিদ মিয়া বলেন- “স্বল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠানটি এলাকায় আলোর দিশা দেখাতে সক্ষম হয়েছে। আল্লাহর রহমতে এক বছরের মধ্যে শিক্ষার্থীদের পারফরম্যান্স আশাব্যঞ্জক । দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়তে আমরা শুরু থেকেই দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি বলেন , এই মহতী কাজ এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও শিক্ষার্থী ভর্তিতে আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। তিনি সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন । এ সময় ২০২৬ সালে আরও একটি শ্রেণি উন্নীত করার ঘোষণা করেন । তিনি জানান ,উজ্জল আগামীর লক্ষ্যে প্রতিষ্ঠানটির কাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে । আলোচনা শেষে মদিনাতুল উলুম হামিদিয়া স্কুল এন্ড মাদ্রাসার সার্বিক সফলতা ও উন্নয়নে এবং সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয় ।

আরও পড়ুন
অতিরিক্ত ভাড়ায় জিম্মি যাত্রীরা, ক্ষোভ চরমে কুমিল্লা–মিরপুর সড়কে ভাড়া নৈরাজ্য
ধানের শীষকে বিজয়ী করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার রংপুর মহানগর ও সদর বিএনপির
জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলাম পরিবারে শোকের মাত