নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি সেতুতে বেড়াতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা দিকে ঘটনাটি ঘটে।
নিহত রাকেশ গাইন (২৩) নড়াইল সদর উপজেলার বাশঁভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাকেশ গাইন ও তার বন্ধু প্রীতম বিশ্বাস বুধবার (২৬ এপ্রিল) বিকালে মোটরসাইকেলে লোহাগড়া উপজেলার কালনাস্থ মধুমতি সেতুতে ঘুরতে আসে।
ঘোরাঘুরি শেষে সন্ধ্যা সাড়ে ৬টা দিকে নড়াইলে ফেরার সময় রাকেশ গাইন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খান ও পথচারী লোহাগড়া পোদ্দারপাড়ার তমালকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই রাকেশ গাইন মারা যায়।
আহত প্রীতম ও তমালকে আগে লোহাগড়া হাসপাতালে এবং পরে যশোর সদর হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় লোহাগড়া থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত রাকেশের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কোতোয়ালি থানার সাবেক ওসিকে বিএনপি কর্মীদের হেনস্তা, থানা ঘেরাও করে স্লোগান
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার
কৃষকের ৯ টাকার বেগুন হাত বদলে বিক্রি হচ্ছে ২৫ টাকায়