অনলাইন ডেস্ক :
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে দুটি ঘরের দেওয়াল ধসে এক পরিবারের সাত সদস্য নিহত হয়েছে। ওই ঘটনায় আরও দুজনকে জীবীত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে প্রায় ৪০৯ কিলোমিটার উত্তরে দাতিয়া জেলার খালকাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সন্দীপ মাকিন বলেন, রাজগড় দুর্গের ৪০০ বছরের পুরনো একটি দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাচীরটি খুব বড় ব্লক দিয়ে গঠিত। দুদিনের বেশি সময় ধরে ভারী বৃষ্টিপাতের কারণে এর কাঠামো দুর্বল হয়ে একসময় তা ধসে পড়ে।
আরও পড়ুন
ডেঙ্গুতে এক দিনে মারা গেছেন আরও ৪ জন
উড়োজাহাজ বিধ্বস্তে ৩৮ জনের মৃত্যু, আজারবাইজানে রাষ্ট্রীয় শোক পালন
বিশ্বে ক্ষুধার্ত মানুষ বাড়ছে, কমছে ধনী দেশের সাহায্য