স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাত ১২টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি হাসপাতালে রওনা হন এবং কিছুক্ষণ পরই সেখানে পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বোর্ড পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এর আগে গত ২৮ আগস্ট রাতেও স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেদিন রাতেই তিনি বাসায় ফিরে আসেন।
প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।
এনএনবাংলা/
আরও পড়ুন
তহবিল সংকটে কঙ্গো থেকে ফিরছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষা কন্টিনজেন্ট
রাত পোহালেই রাকসু ভোট, ক্যাম্পাসে উৎসবের আমেজ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা