August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 14th, 2025, 9:01 pm

মনিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালকের বিরুদ্ধে শিল্পীদের সম্মানী ভাতার অর্থ আত্মসাতের অভিযোগ

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

 

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত মনিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি:দা) প্রভাস চন্দ্র সিংহের বিরুদ্ধে ঢাকায় জাতি বৈচিত্র দিবস ২০২৫ (জুলাই পূর্ণজাগরণ অনুষ্টানমালা) অংশ গ্রহণকারী শিল্পীদের সম্মানী ভাতা আত্বসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

৭ জনের স্বাক্ষরীত অভিযোগ সুত্রে জানা যায়, ২৭ জুলাই আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলা একাডেমি,ঢাকায় জাতি বৈচিত্র দিবস ২০২৫ ইং (জুলাই পূর্ণজাগরণ অনুষ্টানমালা) উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্র্তৃক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্টানের অয়োজন করে। উক্ত অনুষ্টানে মৃদঙ্গ নৃত্যের জন্য মনিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক(অতি:দা) প্রভাস চন্দ্র সিংহ কমলগঞ্জ থেকে ধীরেন্দ্র কুমার সিংহ, লিমন সিংহ (লিটু), নিশান সিংহ, বিধান সিংহ,সুরজিত সিংহ, সুমিতা সিংহ, নিরব সিংহকে ২৬ জুলাই ঢাকায় নিয়ে যায় এবং ফকিরাপুলে হোটেল রহমানিয়ায় অবস্থান করেন। ২৭ জুলাই অনুষ্টান শেষে হোটেলে যাওয়ার পর প্রভাষ চন্দ্র সিংহ রাতেই হোটেল বুকিং বাতিল করেন এবং আমাদেরকে রাতের খাবারের শেষে নিজ নিজ উদ্যোগে বাসযোগে ঢাকা ত্যাগ করার পরামর্শ দেন।

অভিযোগকারীরা আরো উল্লেখ্য করেছেন, রাত ১২টায় মতিঝিলের হোটেলে রাতের খাবার খেয়ে গাড়ী খোঁজাখোঁজি করার সময় রাত্রি ১টায় পথিমধ্যে এস এম শামীম আকতার সিনিয়র ইনস্টাক্টার (সংগিত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,ক্ষুদ্র নৃগোষ্টি সেল (চলতি দায়িত্ব) বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাথে দেখা হলে তিনি এতো রাত এখানে কি করছি জানতে চান ? আমরা কারণ অবহিত করলে এস এম শামীম আক্তার তার নিজ উদ্যোগে হোটেলে রাত্রি যাপনের ব্যবস্থা করেন।

অভিযোগকারীরা আরো উল্লেখ্য করেছেন, ‘এস এম শামীম আকতার সিনিয়র ইনস্টাক্টার (সংগিত) ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ‘ক্ষুদ্র নৃ-গোষ্টি সেল (চলতি দায়িত্ব) বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে জানতে পারি যে, শিল্পীদের যাতায়াত মাইক্রোবাস ভাড়া বাবত ১৪ হাজার টাকা প্রতি জন শিল্পীর জন্য ৪ হাজার ৫ শত টাকা বরাদ্ধ দেয়া হয়েছে।’

অথচ, প্রভাস চন্দ্র সিংহ আমাদের ৭ জনকে যৌথ ভাবে ২৪ হাজার ৫ শত টাকা দেয় এবং এই টাকা থেকে ঢাকায় যাওয়া জন্য মাইক্রোবাস ভাড়া বাবত ৭ হাজার টাকা প্রদান করার নির্দেশ দেন। তারা অভিযোগ করেন তাদের যাতায়াত ও সম্মানী ভাতা থেকে অর্থ আত্মসাৎ করেছেন সাথে সাথে তাদের নিজ অর্থ খরচ ও কষ্ট করে ঢাকা থেকে আসতে বাধ্য করেছেন।

 

তারা আরো উল্লেখ্য করেছেন, ‘বিগত ১৪ এপ্রিল ২৫ ইং ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাদ্ধ বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা কর্তৃক আয়োজিত আনন্দ উৎসবে ৫৫ জন শিল্পী ও কলাকুশলী অংশগ্রহন করি। উক্ত অনুষ্টানে অংশগ্রহনকারী শিল্পী ও কলাকুশলীদের ২ হাজার টাকা হারে সম্মানী ভাতা প্রদান করা হলে ও প্রভাস চন্দ্র সিংহ শিল্পী ও কলাকুশলীদের ৫ শত, ১ হাজার ও ১৫ শত টাকা হারে প্রদান করে সমুদয়  টাকা আত্মসাৎ করেছেন।’

এদিকে অভিযোগে তারা আরো উল্লেখ করেছেন যে, ‘মনিপুরি ললিতকলা একাডেমিতে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে নানা অনুষ্টানের আয়োজন করা হয় এবং এতে স্থানীয় শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করলে ও কোন সময়ই তাদেরকে সম্মানী ভাতা প্রদান করা হয়নি। প্রভাস চন্দ্র সিংহ শিল্পী ও কলাকুশলীদের নামে ভূয়া-বিল ভাউচার তৈরী করে তাদের সম্মানী ভাতার সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন করেছেন।’

অভিযোগকারী ৭জনের একজন ধীরেন কুমার সিং। তিনি এই প্রতিবেদককে জানান, সম্মানী ভাতার অর্থ আত্মসাতের বিষয়ে অভিযুক্ত প্রভাস চন্দ্র সিংহ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন এর সামনে স্বীকার করেছেন। তখন আমরা অভিযোকারীরা উপস্থিত ছিলাম। তিনি ১৪ হাজার টাকা করে আমাদের ফিরত দিবেন। তবে অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের কিছু জানাননি প্রভাসের বিষয়ে পরবর্তীতে কি হবে।

অভিযুক্ত মনিপুরী ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অতি: দা:) প্রভাস চন্দ্র সিংহ বলেন, ‘সন্দেহর ভিত্তিত্বে আত্বসাতের অভিযোগের কোন ভিত্তি নেই। এছাড়া অভিযোগকারী নিজেই অভিযোগে নিজের পদবী গোপন করেছেন। এতেই প্রমাণ হয় যে, অভিযোগটি উদ্যেশ্যে প্রণোদিত ও ভিত্তিহীন।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সুত্রধর অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন,‘অভিযোগটি জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি,সেখান থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ