ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পৌরসভা ও ওয়াপদা মোড় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়া ঝুনুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তারা দুজনই ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনের মনোনয়ন প্রত্যাশী।
বিকাল ৪টার দিকে দুপক্ষের সমর্থকরা মিছিল নিয়ে মুখোমুখি হলে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসানসহ তিন পুলিশ সদস্য আহত হন।

সংঘর্ষ চলাকালে নাসিরুলের সমর্থকরা হারুন শপিং কমপ্লেক্সে অন্তত ১৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। তারা শামসুদ্দীন মিয়ার কার্যালয় ভাঙচুর ও লুটপাট করে এবং আশপাশের দোকানেও হামলা চালায়।
অন্যদিকে, শামসুদ্দীন মিয়া অভিযোগ করে বলেন, প্রশাসনকে জানিয়ে আমরা ওয়াপদার মোড়ে অনুষ্ঠান করছিলাম। এ সময় নাসিরুলের লোকজন আওয়ামী লীগের লোকদের সঙ্গে নিয়ে অতর্কিতে আমাদের উপর হামলা চালিয়েছে। তারা ১০টি মোটরসাইকেলে আগুন দিয়েছে, আমার কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় আমার ১৫ সমর্থক আহত হয়েছেন। কার্যালয়ে থাকা বেগম খালেদা জিয়ার ছবি ভাঙচুর করা হয়েছে।”
প্রতিক্রিয়ায় নাসিরুল ইসলাম বলেন, “আমাদের সমর্থকদের ওপর আগে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। ক্ষুব্ধ জনতা পরে ওই শপিং কমপ্লেক্সে হামলা চালায়।”

বিকাল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক।”
এনএনবাংলা/

আরও পড়ুন
বাংলাদেশ সীমান্তে দুই সেনা ঘাঁটি স্থাপন করছে ভারত
ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনই গণভোট হতে হবে: মির্জা ফখরুল
আধুনিক অর্থনীতির ভিত্তি তৈরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ব্যাপক অবদান রাখছেন: প্রধান উপদেষ্টা