আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সেই প্রাথমিক তালিকায় দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের নাম নেই।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চুয়াডাঙ্গা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন শামসুজ্জামান দুদু। তবে ওই আসনে মো. শরীফুজ্জামানকে ধানের শীষের মনোনয়ন দিয়েছে বিএনপি।
দুদু ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনে অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়েছিলেন।
অন্যদিকে, ঢাকা-১৩ আসনে (মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলানগর থানা এলাকা) বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন আব্দুস সালাম। তবে প্রাথমিক তালিকায় এ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিএনপি’র মনোনয়ন না পেয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে অবরোধ
বিএনপির প্রার্থী তালিকায় নেই রিজভীর নাম
বিএনপির প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ নয় নারী