January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 7:52 pm

মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেল শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

এমনিতেই শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। এর মধ্যে এবার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্টও কাটা গেল দলটির। নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছে লঙ্কানরা। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় একটি পয়েন্ট কাটা হয়েছে তাদের। সুপার লিগের নিয়ম অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ১ পয়েন্ট কাটা হয়। সঙ্গে লঙ্কান ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য ওই দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে দায় স্বীকার করে শাস্তি মেনে নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা জিইয়ে রাখতে কিউইদের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই জয় প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। কিন্তু গত রোববার প্রথম ম্যাচে লক্ষ্য তাড়ায় নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ৭৬ রানে গুটিয়ে তারা হারে ১৯৮ রানে। মঙ্গলবার (২৮ মার্চ) দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে লঙ্কানদের বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নে লাগে আরেকটি ধাক্কা। এর পরপরই তারা শুনল পয়েন্ট হারানোর সংবাদ। স্বাগতিক ভারতসহ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। যেখানে এরইমধ্যে নিশ্চিত হয়ে গেছে ৭ দল। লড়াই চলছে একটি জায়গা নিয়ে। ২৩ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে শ্রীলঙ্কা। ৮৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ২৪ ম্যাচ খেলে ফেলা ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের তুলনায় সম্ভাবনা অবশ্য বেশি দক্ষিণ আফ্রিকার। ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে থাকা দলটির সিরিজ বাকি নেদারল্যান্ডসের বিপক্ষে। ওই সিরিজের বাকি দুই ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে প্রোটিয়ারা। সেক্ষেত্রে বাছাই পর্ব খেলতে হবে লঙ্কান ও ক্যারিবিয়ানদের।