জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে বড়হিস্যা বাজার এলাকায় প্রধান সড়ক হতে ২০০ গজ উত্তরে কালীমন্দিরের পূর্বপাশ্ব থেকে নিতাই সাহা (৩৩), পিতা- মৃত-মাধাই চন্দ্র সাহা, কে বুধবার (৪ অক্টোবর) আটক করে আটক করে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন)।
জানা যায় নিতাই সাহার ঘরে তল্লাশী করে বিভিন্ন ব্রান্ডের ৭৭ বোতল বিদেশী মদ যার সর্বমোট ওজন ৪৫,৭৫০ এম.এল, উদ্ধার করে যার, আনুমানিক মূল্য দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত টাকা।
অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় নিতাই সাহার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে। উদ্ধারকৃত মাদক ও আসামীকে মুক্তাগাছা থানা হেফাজতে দেয়া হয়।
আরও পড়ুন
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি
রেলস্টেশনের মনিটরে অশ্লীল দৃশ্য : জড়িতদের খোঁজার নির্দেশ
অসদাচরণের ৩৩ অভিযোগ, বিচারকের ১২ ও কমকর্তা-কর্মচারীদের ১৫