ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত থেকে নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে গর্তে পুঁতে রেখেছে দুর্বৃত্তরা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নয়াপাড়া গ্রামের একটি নির্জন জায়গার গর্ত থেকে শিয়াল এক শিশুর লাশ টেনে পতিত ধান জমিতে নিয়ে আসে। স্থানীয়দের বিষয়টি দেখে সন্ধান করতে গিয়ে একটি গর্তে আরও দুইটি লাশ দেখতে পায়।
পরে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।
—–ইউএনবি
আরও পড়ুন
মুজিবুল হকের স্ত্রী রিক্তার জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাবও অবরুদ্ধ
বিদেশ যাওয়ার জন্য আদালতে বসুন্ধরা চেয়ারম্যান, দুদকের নিষেধাজ্ঞা তুলে নিতে আবেদন
সুযোগ পেয়েও হার এড়ানো গেল না প্রোটিয়াদের বিপক্ষে