ময়মনসিংহের ত্রিশালের ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বালীপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস ও থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। এরমধ্যে তিনজন পুরুষ একজন নারী ও এক মেয়ে শিশু রয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাঈন উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাত পৌনে আটটার দিকে ত্রিশাল থেকে ঈশ্বরগঞ্জের উচাখিলাগামী একটি সিএনজি একই দিক দিয়ে যাওয়া একটি ট্রাককে ওভারটেক করার সময় সিএনজিকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশু নিহত হয়।
তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি ঈশ্বরগঞ্জের উচাখিলা বলে জানা গেছে।
—ইউএনবি
আরও পড়ুন
নতুন বছরে সুস্থ থাকতে এখনই করুন ৫ পরীক্ষা
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ইসলামে নিষিদ্ধ যে ধরনের নাম রাখা