ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের উপজেলার তালদিঘী এলাকায় এই দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- হালুঘাঘাট উপজেলার ঘোষবেড় গ্রামের আব্দুল লতিফের ছেলে পিকআপ চালক কামরুল ইসলাম (২২), একই উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের উসন আলীর ছেলে আব্দুল কাদির (৪৫) ও আকনপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মিজানুর রহমান (৪৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শেরপুরগামী একটি ট্রাক ও ময়মনসিংহগামী একটি পিকআপের সঙ্গে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার তালদিঘী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে পিকআপের চালক ঘটনাস্থলে মারা যান। আহত হন পিকআপের সামনে বসা দুইজন।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ পুলিশ জব্দ করেছে।
তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
পাঠ্য বইয়ে অভ্যূত্থানের ইতিহাস বিকৃতি চেষ্টার প্রতিবাদে রংপুরে মানববন্ধন
কোম্পানীগঞ্জে নির্বাহী অফিসার’র নম্বর ক্লোন শিক্ষকের কাছে টাকা দাবি
বেরোবির ছাত্র সংসদ নির্বাচন