Thursday, December 25th, 2025, 7:39 pm

ময়মনসিংহ-১ আসনে ধানের শীষ প্রতীকে চূড়ান্ত মনোনয়ন পেলেন প্রিন্স

Oplus_16908288

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয়  আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এ আসনে ধানের শীষ তুলে দেওয়া হয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের হাতে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। আজ বুধবার (২৪ ডিসেম্বর) চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়া সৈয়দ এমরান সালেহ প্রিন্স রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিক ভূমিকা পালন করছেন।

আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে বিএনপির প্রতিটি কর্মসূচিতে তাকে মাঠে সক্রিয় দেখা গেছে। এমনকি রাজনীতি কে সামাল দিতে গিয়ে কাবাবরণ করেছেন বিএনপি এই কেন্দ্রীয় নেতা। এদিকে তাকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মুখে হাসি ফুটেছে।

দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের মতামত, সাংগঠনিক অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে এ দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। দলীয় হাইকমান্ড সবকিছু বিবেচনা করেই একজন যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

এদিকে দলীয় চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়ার বিষয়টি সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিজস্ব ভেরিফাই ফেসবুক আইডি থেকে নিশ্চিত করেছেন।