October 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 19th, 2025, 6:42 pm

মর্নেয়া ইউনিয়নে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সেবা বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া  ইউনিয়নে পরিষদের জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিনিধিদের নিয়ে সেবা সম্পর্কিত বিষয়ে রোববার গণশুনানি অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের আওতায় ও সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভলপমেন্ট (সীড) এর আয়োজনে এবং ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত গণশুনানিতে জনগণের সেবা সম্পর্কিত বিষয়ে প্রশ্নের জবাব দেন ইউপি সদস্য আবুল হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, আতাউর রহমান, স্বাস্থ্য সহকারী মোস্তায়েন বিল্লাহ, এআই তহিদুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারী আম্বিয়া খাতুন। গঙ্গাচড়া নাগরিক প্লাটফর্ম এর সদস্য লাইফি বেগমের সঞ্চালনায় সেবা সম্পর্কিত বিষয়ে গণশুনানির ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন সীড ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর দুলাল চন্দ্র বর্মন ও রঞ্জিতা রানী রায়। ইউপির জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিনিধিগণ বলেন, সেবা সম্পর্কিত বিষয়ে গণশুনানি একটি ভাল অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মাধ্যমে সেবাগ্রহীতারা সেবা পেতে সঠিক নিয়ম কানুন সহজে জানতে পারছে এবং সেবাদানকারীদের সাথে তাদের ভাল সম্পর্ক তৈরি হচ্ছে। ইউনিয়নের নানান পেশার মানুষজন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।