বাংলাদেশকে ‘মর্যাদাপূর্ণ ও অনন্য’ দেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে মত বিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।
জাতি গঠনের কাজ থেকে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, ‘তোমরা যে দায়িত্ব হাতে নিয়েছ তা শেষ না হওয়া পর্যন্ত হাল ছেড়ে দিও না।’
ইউনূস বলেন, বাংলাদেশ জন্মের পর থেকে এমন সুযোগ পায়নি এবং এই সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যতেও পাবে না।
শিক্ষার্থীদের এই গতি ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে মর্যাদাপূর্ণ ও অনন্য দেশ গড়ে তুলব। সারা বিশ্বের মানুষ এসে তোমাদের কাছ থেকে শিখবে।’
ইউনূস বলেন, ‘প্রচেষ্টা থেকে সরে আসবে না, এটি সম্মিলিত স্বপ্ন, যা বাস্তবায়ন করতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার, ড. আসিফ নজরুল, সৈয়দা রিয়াওয়ানা হাসান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।
——ইউএনবি

আরও পড়ুন
ঢাকা সেনানিবাসে ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার, হবে সামরিক মর্যাদায় দাফন
শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়
জানাজার পর মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে লাখো জনতা