ঢাকা উত্তর সিটি করেপোরেশনে (ডিএনসিসি) বৃহস্পতিবার থেকে সপ্তাহ ব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু হয়েছে। এই অভিযান আগামী ১৬ মার্চ (বুধবার) পর্যন্ত চলবে।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অভিযানে শুরুতে সকালে মিরপুর ৪ অঞ্চলের আওতাধীন ইব্রাহিমপুর খাল এলাকায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান এই কার্যক্রমের পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডিএনসিসির মেয়রের নির্দেশনায় সপ্তাহ ব্যাপী বিশেষ এই অভিযানের লক্ষ্য হলো মশার পরিমাণ ব্যাপভাবে কমিয়ে আনা।’
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির প্রতিটি অঞ্চলের সকল ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ৮৯৬ জন মশককর্মী এই অভিযানে অংশ নিয়েছে। সকাল ও বিকাল দুইবেলাই বিশেষ এই অভিযান চলবে। তাছাড়া একজন মশককর্মী ৯০ সিসি কীটনাশক ব্যবহার করবেন। সাধারণত অন্য সময়ে একজন মশককর্মী ৬০ সিসি কীটনাশক ব্যবহার করে থাকেন।
উল্লেখ্য, ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সপ্তাহ ব্যাপী ‘বিশেষ মশক নিধন অভিযান’ পরিচালনার নির্দেশ দিয়েছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন