রাশিয়ার রাজধানী মস্কোতে ফের বিস্ফোরণের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। গাড়িবোমা বিস্ফোরণে এক শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হওয়ার মাত্র একদিন পর এ ঘটনা ঘটায় শহরজুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রাশিয়ার তদন্তকারী কর্তৃপক্ষ জানায়, বুধবার (স্থানীয় সময়) মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে টহলরত ট্রাফিক পুলিশের দুই সদস্য একটি সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশের গাড়ির কাছে দেখতে পান। তারা ওই ব্যক্তির দিকে এগিয়ে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্য এবং পুলিশের গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তি নিহত হন।
এর আগে গত সোমবার একই এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে রাশিয়ান সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন। সে সময় তদন্তকারীরা হামলার পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছিলেন। তবে বুধবারের বিস্ফোরণের সঙ্গে ওই হামলার সরাসরি কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি।
তদন্তকারীদের ধারণা, বুধবারের ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বহন করছিলেন। টহল দল তার গতিবিধিতে বাধা দিলে ডিভাইসটি ইচ্ছাকৃতভাবে অথবা দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে থাকতে পারে। এছাড়া পুলিশের গাড়ির নিচে বোমা পুঁতে রাখার পরিকল্পনার সঙ্গেও ঘটনার সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রুশ কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিস্ফোরকসহ বিপজ্জনক অস্ত্রের অবৈধ বাজারে সরবরাহ বেড়েছে, যা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ভোটে কখনো হারেননি খালেদা জিয়া, সংসদীয় রাজনীতিতে অনন্য রেকর্ড
বেগম খালেদা জিয়া যেভাবে হয়ে ওঠেন ‘আপসহীন’
খালেদা জিয়ার স্মরণে গুলশান কার্যালয়ে শোকবই, রাষ্ট্রদূতদের স্বাক্ষর