কুবি প্রতিনিধি:
মাত্র ৩৫ বছর বয়সে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা। বৃহস্পতিবার (২০জুলাই) রাত একটা নাগাদ কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান৷
বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী।
বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে আটটা নাগাদ অসুস্থ হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকরা আইসিউতে ভর্তির নির্দেশনা দিলে তাঁকে মুন হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই বৃহস্পতিবার (২০ জুলাই) আনুমানিক রাত পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসকগণ তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর প্রথম জানাজা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয়েছে।
শাহ একলিমুর রেজার গ্রামের বাড়ি নড়াইল জেলায়। নড়াইলেই তাঁর দাফন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ একলিমুর রেজা ২০১৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি