অনলাইন ডেস্ক :
দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর এই প্রথম মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। ২০২০ সালের ৩ এপ্রিলের পর শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে। এই সময় শনাক্ত হয়েছে ১৭৮ জন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে পৌঁছেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
আরও পড়ুন
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
৪৩তম বিসিএস গোয়েন্দা সুপারিশে বাদ ২২৭ জন, থাকছে পুনর্বিবেচনার সুযোগ
সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি: প্রধান উপদেষ্টা