December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 27th, 2024, 8:37 pm

মহাসড়ককে সুরক্ষিত ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে রংপুর হাইওয়ে পুলিশের সংবাদ সম্মেলন

আব্দুর রহমান মিন্টু:
রংপুর ব্যুরো: মহাসড়ককে সুরক্ষিত ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । বুধবার (২৭ নভেম্বর) দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনের আয়োজন করেন । তিনি বলেন অতীতে পুলিশ যে সমস্ত ভুল করেছে, সেই ভুল শুধরিয়ে এবং মানবধিকার সমুন্নত রেখে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাই হবে হাইওয়ে পুলিশের প্রধান কাজ। এ জন্য সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চেয়েছেন হাইওয়ে পুলিশ সুপার ।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাইওয়েতে ঝুকিপূণ যানবাহন চলার ক্ষেত্রে আমাদের সচেতনতা দরকার। তবে ঝুকিপূর্ণের তালিকায় মোটর সাইকেল রয়েছে। এই মোটর সাইকেল চালকের মধ্যে আন্ডার এজের বেশি। দেশের বেশিরভাগ দূর্ঘটনায় আমাদের ছেলেরাই মারা যাচ্ছে। যখন ঈদ, পূজা ও অন্যান্য উৎসব হয় তখন এই দূর্ঘটনার হার যেমন বাড়ে তেমনি মৃত্যুর হারও বাড়ে। এগুলো সচেতনতার মাধ্যমে এই দূর্ঘটনার হার কমানো সম্ভব। কিন্তু এটা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এজন্য জনগণের সহযোগিতা দরকার। আর পুলিশ হলো সিভিলিয়ান পুলিশ। পুলিশ আর্মি বিডিয়ারের মতো না। এ জন্যই সিভিলিয়ানের সাথে এক সাথে কাজ করা।

তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশের অনেক বদনাম আছে। বলছি না যে, আমি পীর সাহেব, তবে হাইওয়ে পুলিশের বদনাম কমিয়ে নেতিবাচক দিকগুলো থেকে উত্তোরতর উন্নতি ঘটিয়ে মহাসড়ককে সুরক্ষিত করা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একটা পরিবর্তিত সময়ের স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মহাসড়কে হাইওয়ে পুলিশ যদি কোন অপরাধ করে এমন তথ্য প্রমাণ থাকলে, আমাদের দিবেন অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে অতিতের সকল ভুল শুধরিয়ে সঠিক পথে চলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।