July 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 30th, 2025, 8:17 pm

মহাসড়কে গরুবাহী ট্রাক নিরাপদ যাতায়াতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর

রংপুর ব্যুরো: হাইওয়ে পুলিশ পুলিশ রংপুর রিজিয়নে বুধবার সকালে রংপুর বিভাগের আটটি জেলার ট্রাক মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে সাতটি থানার অফিসার ইন চার্জগণ অংশগ্রহণ করেন।  আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রংপুর বিভাগের মহাসড়কে নিরাপদে গরু পরিবহন, যানজট নিরসন, এবং অপরাধ প্রতিরোধ ও নিরাপত্তা সংক্রান্তে রিজিওন হেডকোয়ার্টারে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুর ট্রাক  মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আশিকুর হোসেন, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  শহীদুল ইসলাম মানিক, গাইবান্ধা জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ আয়নাল, মোঃ আব্দুল আজিজ, লালমনিরহাটের মোঃ শাহ আলম, পঞ্চগড়ের মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধার আব্দুর রহমান সুজা, শ্রমিক নেতা নাসিম প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়,  গোবিন্দগঞ্জ থেকে বাংলাবান্ধা এবং রংপুর থেকে হাতীবান্ধা হয়ে বুুড়িমারী  মহাসড়কের উপর কোন গরুর হাট বসানো যাবে না, মহাসড়কের উপর কোন গরু ট্রাকে লোড আনলোড করা যাবে না, গরু বহনকারী ট্রাকে একটি সাইনবোর্ড লাগানো হবে, মহাসড়কে গরুবাহী সকল ট্রাক নির্ধারিত গতিসীমা মেনে চলবে, এ বিষয়ে শ্রমিক এবং মালিক সমিতি পুলিশ সুপারের কাছে সকল ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য শ্রবণ করে বলেন, পুলিশ রংপুর রিজিয়ন নিরাপদ গরু পরিবহনে সকল নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ উপলক্ষে হাইওয়ে পুলিশ মহাসড়কের জংশন পয়েন্ট গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, শঠিবাড়ী বাজারতারাগঞ্জ, পাগলা পীর বাজার, দশ মাইল এবং হাতীবান্ধার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করবে।

পরিশেষে হাইওয়ে পুলিশ ট্রাক মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সকলে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।