January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 16th, 2025, 1:42 am

মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মাজেদা বেগম।

আজ ১৬ জানুয়ারি ২০২৫ মহীয়সী মাজেদা বেগমের ৩৮তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের পরিচালকমণ্ডলীর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী। ১৯৩৭ সালে মানিক মিয়ার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন জনদরদি উদার হৃদয়ের একজন ব্যক্তিত্ব। 

মহীয়সী মাজেদা বেগম একজন সফল স্ত্রী এবং একজন সফল মা। নারী শিক্ষার অগ্রযাত্রার পথিকৃৎ তিনি। উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও স্বাধীন বাংলার অগ্রদূত তোফাজ্জল হোসেন মানিক মিয়ার কঠিন সংগ্রামে তার ভূমিকা ছিল উজ্জ্বল এবং স্বামীর সব কাজে উৎসাহ, অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন তিনি।

মাজেদা বেগম ও তোফাজ্জল হোসেন মানিক মিয়া।

পাশাপাশি ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করেন আত্মপ্রত্যয়ী মাজেদা বেগম। তিনি ছিলেন এক আধুনিক মানুষ। তার জীবনযাপন ছিল সহজ সাদামাটা ও অনুকরণীয়।

তোফাজ্জল হোসেন মানিক মিয়ার দুই ছেলে হলেন প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন ও আনোয়ার হোসেন মঞ্জু।

ব্যারিস্টার মইনুল হোসেন ৯ ডিসেম্বর ২০২৩ পরলোক গমন করেন।তিনি ইংরেজি ভাষায় প্রকাশিত বাংলাদেশের জাতীয় দৈনিক দ্য নিউ নেশন এর প্রতিষ্ঠাতা ও প্রকাশক  ছিলেন।

ব্যারিস্টার মইনুল হোসেন বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী এবং তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। তিনি ২০০৭ সালে গঠিত ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয় এর দায়ীত্ব পালন করেন।১৯৬৯ সালে বাবার মৃত্যুর পর দৈনিক ইত্তেফাক সম্পাদনার দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালে তিনি দৈনিক ইত্তেফাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি হন।

মানিক মিয়ার ছোট ছেলে জাতীয় পার্টি (জেপি) সভাপতি ও আওয়ামী লীগ সরকারের সাবেক পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। তিনি এরশাদ ও শেখ হাসিনার সরকারের আমলে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ আজিমপুরে মরহুমার মাজার প্রাঙ্গণে সকাল ৬টা ৩০ মিনিট থেকে কুরআনখানি এবং বেলা ১১টায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে।