মহেশখালীতে ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
গত মঙ্গলবার সেখানকার একটি টার্মিনাল থেকে এলএনজির সরবরাহ আংশিকভাবে শুরু হয়। এরপর শনিবার রাতে বন্ধ থাকা অপর টার্মিনাল থেকেও গ্যাসের সরবরাহ শুরু হয়েছে। দুটি টার্মিনাল থেকে এখন ৮০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে পাইপলাইনে।
ঘূর্ণিঝড় মোখার কারণে গত শুক্রবার রাত ১১টায় ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ বন্ধ করা হয়। এর প্রভাবে কয়েক দিন চট্টগ্রামে গ্যাসের সরবরাহ কমে যায়। এক পর্যায়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় গ্যাস।
গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হয়। আবার দেশের বিভিন্ন এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনেও প্রভাব পড়ে। ফলে অনেক এলাকায় লোডশেডিং দেখা যায়।
—-ইউএনবি
আরও পড়ুন
শাহরাস্তিতে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ওলামা লীগের নেতা প্রতিবাদে তিন সদস্যের পদত্যাগ
বিএনপি সংখ্যাগরিষ্টতা নিয়েই আগামী সরকার গঠন করবে: বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী
পাথর চাপায় সিলেটে রায়হান হত্যা মামলা: আত্মসমর্পন করেনি আকবর,দেশ ছাড়ার গুঞ্জন