January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 13th, 2022, 1:04 pm

মহেশপুরে অনুপ্রবেশের সময় আটক ১০

ঝিনাইদহের মহেশপুরে অনুপ্রবেশের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পারগোপালপুর গ্রামের মেহগনি বাগান থেকে তাদের আটক করে বিজিবি।

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার শাহাপুর গ্রামের মো. ইদ্রিস সরদার (৫৫), নুরজাহান বেগম (৫০), একই উপজেলার চিংড়ি বাজার গ্রামের রফিক মোড়ল (৫০), বেনাপোলের গাতীপাড়া গ্রামের মো. রেজাউল ইসলাম (৬০), শার্শা উপজেলার রামপুর গ্রামের খাইরুল ইসলাম (৩৪), দাউদখালী গ্রামের মো. আবুল কালাম (৩৫), পাবনার চাটমোহর উপজেলার কচুগাড়ি গ্রামের মো.শাহরিয়ার ইসলাম (২০), নড়াইলের পেড়লি গ্রামের মুরছালিনা বেগম (২৯) ও বাগেরহাটের স্মরণখোলা উপজেলার খেন্তাকাটা গ্রামের মো. শাহীন মিয়া (২৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ব্যক্তিরা অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি