দেশে অনুপ্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর থেকে নারী, শিশুসহ ২১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে তাদেরকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে বাংলাদেশি ২১ নাগরিককে আটক করা হয়। আটকদের মধ্যে চার জন পুরুষ, ১২ জন নারী ও পাঁচ শিশু রয়েছে।
তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশের সংশ্লিষ্ট ধারায় মহেশপুর থানায় মামলা দায়ের ও থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
—ইউএনবি
আরও পড়ুন
দেশে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার: নাহিদ ইসলাম
এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ভুলে ‘স্যার’ ডেকে ধরা
যৌন নির্যাতনের কারণে নিখোঁজের ২১ দিন পর কিশোরী রিতু পিবিআই হেফাজতে