December 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 5th, 2025, 2:28 pm

মাইনাস ফোর ফর্মুলা স্বৈরাচারের দোসরদের: প্রেস সচিব

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, তার দেশে ফেরা সম্পূর্ণ ব্যক্তিগত ও দলের বিষয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘যারা মাইনাস ফোরের ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণেই মাইনাস হয়েছেন।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবেই—এটি কেউ প্রতিহত করার শক্তি রাখে না। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জাতীয় পার্টির নির্বাচন অংশগ্রহণের বিষয়ে প্রশ্নে প্রেস সচিব বলেন, ‘জাতীয় পার্টি স্বৈরাচারের দোসর দল। তারা এখনো ব্যান্ড হয়নি। নির্বাচন করবে কি না—এটি তাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত। তবে ইতিহাস বলবে, আওয়ামী লীগের সব অপকর্ম তারা সহযোগিতা করেছে।’

এনএনবাংলা/