অনলাইন ডেস্ক :
পিএসজির জার্সিতে গতরাতে লিগ ওয়ানে ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রেখেছেন ফরাসি এই ফরোয়ার্ড। হ্যাটট্রিক করে দলকে বড় জয় পেতে রেখেছেন অবদান। মোঁপেলিয়েরকে হারিয়েছে ৬-২ গোলে। তিন ম্যাচ পর লিগ ওয়ানে জয়ের দেখা পেল পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। আট মিনিট পরে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় মোঁপেলিয়ে।
বিরতির আগেই সমতা ফেরানো গোলও পেয়ে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধ ছিল পুরোটাই পিএসজির। ৫০ মিনিটে এমবাপ্পে এবং তিন মিনিট পর কাং-ইন জাল খুঁজে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ৬৩ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। চলতি লিগে এটি তাঁর তৃতীয় হ্যাটট্রিক। আর শেষ দিকে ব্যবধান আরো বাড়ান ডিফেন্ডার মেন্দেস। এই জয়ে ২৬ ম্যাচে পিএসজির পয়েন্ট ৫৯, আছে শীর্ষে। ১২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ব্রেস্ত। ২৬ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে মোঁপেলিয়ে।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ