ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রবেশে সাংবাদিক এবং অভিভাবকদের বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না।
বুধবার (২৩ জুলাই) সকাল থেকে এই বিধিনিষেধ জারি করে মাইলস্টোন কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের ভেতর থেকে তালা ঝুলিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফটকের ভেতরে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে আছেন। পুলিশের কয়েকজন সদস্যও সেখানে বসে আছেন। বাইরে গণমাধ্যমকর্মী এবং অভিভাবকরা দাঁড়িয়ে আছেন। এর মধ্যে আশপাশের এলাকায় উৎসব জনতাও আছেন। তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জবাবে নিরাপত্তাকর্মীরা জানান, স্কুল কর্তৃপক্ষ তাদের নিষেধ করেছেন।
উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে মাইলস্টোনে এসেছেন আমির হোসেন। এ স্কুলের নবম শ্রেণিতে তার ছেলে পড়ে। বিমান বিধ্বস্তের ঘটনায় তার ছেলের কোনো ক্ষতি হয়নি। তারপরও তিনি নিজ চোখে স্কুলটি দেখতে যান।
আরও পড়ুন
কম্বোডিয়ার হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা করল থাইল্যান্ড
ঝরে গেল আরও একটি ফুল, না ফেরার দেশে মাহাতাব
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত