রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ দুপুর সোয়া দুইটার দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত তিনজনের মাথা ফেটে গেছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন বিবিসি সংবাদদাতা মুকিমুল আহসান।
সংঘর্ষের সময় সরকারের শিক্ষা ও আইন উপদেষ্টা, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবসহ পুরো প্রেস উইং প্রায় দু ঘণ্টারও বেশি সময় ধরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ভেতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবরুদ্ধ কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
এর আগে আজ সকালেই আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের “ভুয়া ভুয়া” স্লোগানের মুখে পড়েছিলেন। এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্তে বিলম্ব এবং নিহত-আহতদের সঠিক সংখ্যা আড়াল করার অভিযোগে শিক্ষার্থীরা তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করছিল। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে আজকের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পরিস্থিতি এখনো থমথমে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
আরও পড়ুন
সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ : আইএসপিআর
নিহত ২৭ জনের মধ্যে ২৫ জন শিশু, ২০ জনের মরদেহ হস্তান্তর