October 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 17th, 2025, 6:22 pm

মাইলস্টোন কলেজে এইচএসসি পাসের হার ৯৯.৮৩ শতাংশ, উৎসর্গ করা হলো বিমান দুর্ঘটনায় হতাহতদের

 

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ এবারের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মোট পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলেজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে মোট ২ হাজার ৯৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২ হাজার ৩৭৩ জন, পাস করে ২ হাজার ৩৭০ জন—পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। বিভাগটিতে জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৩০৫ জন শিক্ষার্থী এবং সবাই পাস করে—পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।
মানবিক বিভাগে অংশ নেয় ৩০৩ জন, পাস করে ৩০১ জন—পাসের হার ৯৯ দশমিক ৩৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী।

ফলাফলে ধারাবাহিক এই সাফল্য সম্পর্কে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতি নিশ্চিত করি। এটাই ভালো ফলাফলের মূল কারণ।’

কলেজের এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।

এনএনবাংলা/