রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ এবারের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মোট পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৭৯১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলেজের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে মোট ২ হাজার ৯৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২ হাজার ৩৭৩ জন, পাস করে ২ হাজার ৩৭০ জন—পাসের হার ৯৯ দশমিক ৮৭ শতাংশ। বিভাগটিতে জিপিএ-৫ পেয়েছে ৭৪৮ জন শিক্ষার্থী।
ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৩০৫ জন শিক্ষার্থী এবং সবাই পাস করে—পাসের হার ১০০ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।
মানবিক বিভাগে অংশ নেয় ৩০৩ জন, পাস করে ৩০১ জন—পাসের হার ৯৯ দশমিক ৩৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী।
ফলাফলে ধারাবাহিক এই সাফল্য সম্পর্কে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, ‘নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মানসম্মত প্রস্তুতি নিশ্চিত করি। এটাই ভালো ফলাফলের মূল কারণ।’
কলেজের এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন গত ২১ জুলাই বিমান দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।
এনএনবাংলা/
আরও পড়ুন
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত: আসিফ নজরুল
কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আমরা লক্ষ্য রাখছি: মির্জা আব্বাস
দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি এমপিওভুক্ত শিক্ষকদের