রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসছে চীনের পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চীনা প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছাবে। ঢাকায় চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চীনা দূতাবাস জানিয়েছে, চীনের জরুরি চিকিৎসা দলটি বিশেষজ্ঞ চিকিৎসক-নার্সদের সমন্বয়ে গঠিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে এই চিকিৎসা দল আজ সন্ধ্যায় ঢাকায় আসছে। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ রোগীদের তারা জরুরি চিকিৎসাসেবা দেবে। তারা প্রয়োজনীয় সব সহায়তা ও মূল্যায়নের জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাবে।
চীনা দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসা নিয়ে আজ সকালে চীনের বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলে পরামর্শ করেছে। তারা গুরুতর দগ্ধ বেশ কয়েকজন রোগীর অবস্থা মূল্যায়ন করে। যৌথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে আলোচনা করে। আলোচনায় যোগ দেন বার্ন, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক নেফ্রোলজি, পেডিয়াট্রিক রেসপিরেটরি মেডিসিনের চীনা বিশেষজ্ঞরা।
যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা–সহায়তা দিতে গতকাল বুধবার ঢাকায় আসে ভারতের চার সদস্যের প্রতিনিধিদল।
আরও পড়ুন
বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৫ জনের অবস্থা সংকটাপন্ন
নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম
শাহজালাল বিমানবন্দরে যাত্রীর স্বজনদের প্রবেশ সীমিত করল কর্তৃপক্ষ