মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে নরসিংদী এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অধিযাচনের পরিপ্রেক্ষিতে নরসিংদী থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করে ডিবি। পরে তাকে জিএমপির কাছে হস্তান্তর করা হয়।
জিএমপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করে। এরপর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে টঙ্গী পূর্ব থানা থেকে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, আতাউর রহমান বিক্রমপুরীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আটকাদেশ ছিল। ডিএমপি তাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা–অসদাচরণ: রোগীর অভিযোগ, তদন্তের দাবি
প্রার্থীতা বাতিল নয় বিএনপির প্রার্থী কাজী রফিকের
সরকারকে বেকায়দায় ফেলতেই লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি: ফখরুল