অনলাইন ডেস্ক :
প্রতি বছর মাতৃত্বকে স্যালুট ও মায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য মে-র দ্বিতীয় রোববার আমরা মা দিবস পালন করে থাকি। সে অনুযায়ী রোববার (৮ মে) ছিলো মা দিবস। সারা বিশ্বে দিবসটি উদযাপন হয়েছে আর মায়ের জন্য যথাসাধ্য ভালোবাসা প্রকাশ করছেন সন্তানেরা। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, মা দিবস উপলক্ষে রাশি খান্না নিজ শহরে গিয়েছেন এবং মাকে অবাক করে দিয়ে একটি স্বপ্ন পূরণ করেছেন। রাশি তাঁর মাকে একটি প্রিমিয়াম বিএমডব্লিউ ৭৪০ গাড়ি উপহার দিয়েছেন। এই বিলাসবহুল গাড়িটির মূল্য ১.৪০ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যা এক কোটি ৫৭ লাখ টাকার বেশি। রাশির মায়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিল একটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করবেন। তাঁর মায়ের প্রিয় রং ডার্ক ব্রাউন। মায়ের পছন্দ অনুযায়ী রাশি সেই রঙের গাড়ি কিনেছেন। গাড়ি পাওয়ার পর মা-মেয়ের এক আবেগীয় মুহূর্ত সৃষ্টি হয়, যা এককথায় অসাধারণ। রাশি খান্না বলিউডে অভিষেকের জন্য প্রস্তুত। ধর্ম প্রডাকশনের ‘যোধা’ সিনেমার মাধ্যমে তিনি বলিউড পদার্পণ করবেন। অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্মেও অভিষেকের জন্য প্রস্তুত রাশি। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে তাঁর অভিনীত ‘ফারজি’, যেখানে তাঁর নায়ক শহিদ কাপুর। ভক্তরা তাঁর সিনেমা দেখার জন্য উদগ্রীব।
আরও পড়ুন
আবারও মুক্তি পেলো ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবিটি
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!