January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 5th, 2024, 10:13 pm

মাকে হত্যার দায়ে ছেলেসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মা মমতাজ বেগমকে হত্যার দায়ে ছেলে মুন্না বাবুসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ জুন) কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

পরে তাদের কড়া পুলিশ পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়।

আসামিরা হলেন, মিরপুর থানার কাঠদহর চর গ্রামের মৃত ফজল বিশ্বাসের ছেলে মুন্না বাবু, ইয়াছিন আলির ছেলে রাব্বী আলামিন এবং ইনছার বিশ্বাসের ছেলে আব্দুল কাদের।

এর মধ্যে মুন্না বাবুর আপন চাচা আব্দুল কাদের।

কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার এবং আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি মিরপুর উপজেলার কাঠদহর চর এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মমতাজ বেগম।

এ ঘটনায় তার ভাই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মিরপুর থানায় মামলা করেন। পরে সন্দেহমূলকভাবে মমতাজের ছেলে মুন্না বাবুকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের জিজ্ঞাসাবাদে মুন্না জানান, মাদক সেবনে বাধা দেওয়ায় চাচা আব্দুল কাদেরের পরামর্শ ও সহযোগিতায় তিনি মাকে হত্যা করেন।

পরে লাশ একটি বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরের কাদার মধ্যে পুঁতে রাখে। মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পুকুর থেকে মমতাজের লাশ উদ্ধার করে।

পরে এই হত্যাকাণ্ড তাদের দায় স্বীকার করে দণ্ডপ্রাপ্ত মুন্না ও রাব্বী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

কুষ্টিয়া জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।

—–ইউএনবি