মাগুরার শালিখা উপজেলায় সিএনজি চালিত যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৭ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার(২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার হাজামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকার মৃত কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার, নিতাই দে’র স্ত্রী নিলুফা রানী দে এবং নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্পা রানী দে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, আহতদের মাগুরা ও যশোর হাসপাতালে ভর্তি করা হষেছে। নিহতদের সকলের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া থানার নারকেল বাড়িয়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা সদরের কামারপাড়া এলাকায় নাম যজ্ঞের একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। তারা মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় যশোরমুখী একটি বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর মধু শিকদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আসার পর একজনের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২