মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশামকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা ও মাগুরায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে মাগুরার পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেবে মাগুরা জেলা পুলিশ।
এনএনবাংলা/
আরও পড়ুন
নুরের স্বাস্থ্যের উন্নতি, আইসিইউ থেকে নেয়া হচ্ছে কেবিনে
হাসিনাকে ফেরাতে দিল্লিতে খুলেছে সিআরআইয়ের নতুন হেডঅফিস, দায়িত্বে পুতুল
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬২২, আহত ১৫০০