January 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 6:46 pm

মাগুরায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

মাগুরা সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও সবজিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের উপজেলার সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাসযাত্রী সদরের হাজরাপুর গ্রামের আকবর মোল্যার ছেলে আবুল কাশেমের পরিচয় পাওয়া গেছে। তবে অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। এছাড়া আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকাল ৩টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহ যাওয়ার সময় জনতা পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি সবজিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও ট্রাক দু’টি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে এবং পুলিশ বাস ও ট্রাক জব্দ করেছে বলে জানিয়েছেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম।

—ইউএনবি