মাগুরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
রবিবার সকালে মাগুরা-যশোর সড়কের কাটাখালী শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ (৬০) যশোর জেলার পৌর এলাকার মৃত মোহাম্মদ আবদুল গনির ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
মাগুরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম জানান, একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসযাত্রী আবু হানিফের ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আহত হন প্রায় ১৫ জন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ঘটনা মাগুরা থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, আহতদের মধ্যে পাঁচ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন