January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 30th, 2022, 7:16 pm

মাগুরায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

মাগুরার শালিখায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাগুরা ও যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সদর উপজেলার জাগলা গ্রামের তুষার শেখের ছেলে জিসান (২০) ও একই উপজেলার ছোনপর গ্রামের আশরাফ হোসেনের ছেলে সাজিদ (২০)।

আহত রাজু (২২) সদরের তিতারখাঁ পাড়ার আবদুর রহিম বিশ্বাসের ছেলে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই তিন যুবক যশোরে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে মাগুরায় ফিরছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জিসান ও সাজিদ নিহত হন।

ওসি জানান, আহত রাজুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশাঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি