মাগুরার শ্রীপুর উপজেলার এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে অপহরণ করে আটকে রেখে পালাক্রমে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানায়, গত ৫ আগস্ট বরিষাট গ্রামের এক স্কুলছাত্রীকে একই গ্রামের দুই যুবক তার বাড়ি থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক রেখে পালাক্রমে ধর্ষণ করে।
কিছুদিন পর ধর্ষণের শিকার ওই ছাত্রী কৌশলে পালিয়ে নিজ বাড়িতে ফিরে এসে সব ঘটনা জানায়। পরে এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা করা হয়।
ওসি আরও জানান, পুলিশ তদন্তকালে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বরিষাট গ্রাম থেকে মামলার আসামি মিজানুর রহমান আদিল (৩৬) ও বাব্বি শেখকে (২২) গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করেছে।
—ইউএনবি
আরও পড়ুন
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ বেড়ে ২৭,১৮৯ কোটি টাকা
অপহরণ করে মুক্তিপণ দাবি, ছাত্রলীগের ৪ নেতা-কর্মী আটক
মুরাদনগরের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিল র্যাব