অনলাইন ডেস্ক :
ইন্ডিগো বিমানের দিব্রুগড়-দিল্লি ফ্লাইটে গত বৃহস্পতিবার এক যাত্রীর মোবাইলে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেছেন বলে জানানো হয়েছে। উড়ন্ত বিমানে যাত্রীর মোবাইলে আগুন লাগার ঘটনায় কেউ আহত হয়নি। দ্রিব্রুগড় থেকে দিল্লি আসার সময় ইন্ডিগোর ৬ই২০৩৭ বিমানটিতে এ ঘটনা ঘটে।বিমানটির একজন ক্রু দেখতে পান এক যাত্রীর মোবাইল থেকে আগুনের স্ফুলিঙ্গ এবং ধোঁয়া বের হচ্ছে। কর্মকর্তারা বলেছেন, ওই ক্রু সঙ্গে সঙ্গেই অগ্নিনির্বাপণ যন্ত্রের সহায়তায় মোবাইলটির আগুন নিভিয়ে ফেলেন। পরে বিমানটি দুপুর ১২টা ৪৫ মিনিটে দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ইন্ডিগো এক বিবৃতিতে জানিয়েছে, দিব্রুগড় থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট ৬ই২০৩৭ বিমানে মোবাইল থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের ক্রুদের বিপজ্জনক ঘটনাগুলো মোকাবেলার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিমানের কোনো যাত্রী বা মালামালের ক্ষতি হয়নি। সূত্র : এনডিটিভি।
আরও পড়ুন
মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছে মানুষ
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে খামেনি
বিমানে ২০০ জনকে সীমান্তে আনলো ভারত, টার্গেট বাংলাদেশে ‘পুশইন’