নিজাম উদ্দিন লাভলু, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্তের ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরার শিলাছড়িতে ঝগড়া করে নিজেদের গুলিতে বিএসএফের দুইজন নিহত ও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সীমান্তের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানাগেছে।
এদিকে, ঝগড়ার জেরে বিএসএফ সদস্যরা একে অপরকে গুলি করে হত্যার ঘটনায় বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবির গুইমারার সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচ এম সেলিম হাসান।
সীমান্ত সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে ত্রিপুরার শিলাছড়িতে বাংলাদেশ সীমান্তের কাছে একটি ক্যাম্পে বিএসএফের ৩ নং অ্যাড-হক বাহিনীর কনস্টবল প্রতাপ সিং ও হাবিলদার সতবীর সিংয়ের মধ্য ডিউটিরত অবস্থায় ঝগড়া বাধে। এক পর্যায়ে কনস্টবল প্রতাপ তার নিজ রাইফেল দিয়ে সতবীর সিংকে গুলি করে করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ অবস্থায় বিক্ষুব্দ প্রতাপকে সামাল দিতে এগিয়ে আসলে ক্যাম্পের এসআই রাম কুমারকেও তিনি গুলি করেন। এতে রাম কুমার পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এসময় উগ্র প্রতাপকে লক্ষ্য করে অপর এক বিএসএফ গুলি ছুড়লে তিনিও ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত এসআই রাম কুমারকে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে, বাংলাদেশের মাটিরাঙ্গা সীমান্ত সংলগ্নে নিজেদের গুলিতে বিএসএফের হতাহতের ঘটনায় বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান গুইমারা সেক্টর কমান্ডার কর্ণেল জিএইচএম সেলিম হাসান। তিনি আরও বলেন, বিএসএফের ব্যাটালিয়ন বদলী হয়ে হওয়ায় সেখানে অস্থায়ী অ্যাড-হক বাহিনী নিয়োজিত আছে।
আরও পড়ুন
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ জামায়াতে ইসলামী
রংপুরে সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শীতের রাতে কম্বল নিয়ে শীতার্তদের পাশে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন