অনলাইন ডেস্ক :
তিনি মাঠের মানুষ। দীর্ঘদিনের প্রেমিকাকে মাঠেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। পরিয়ে দিয়েছিলেন আংটি। গত বছর আইপিএলের সময় মাঠের মধ্যেই বান্ধবী জয়া ভরদ্বাজকে বিয়ের প্রস্তাব দেওয়া দীপক চাহার এবার বিয়ে করতে যাচ্ছেন। আগামী ১ জুন দীপক-জয়ার বিয়ে অনুষ্ঠিত হবে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বিয়ের কারণে তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজেও অনিশ্চিত। অভিনেত্রী মালতী চাহারের ভাই দীপক। অন্যদিকে ‘বিগ বস’ খ্যাত সিদ্ধার্থ ভরদ্বাজের বোন জয়া। তাই বলাই যায় আরো একবার ক্রিকেট এবং বলিউড মিশে যেতে চলেছে জয়া-দীপকের বিয়েতে। ইতোমধ্যে তাদের বিয়ের নিমন্ত্রণপত্র সোশ্যাল সাইটে চলে এসেছে। গত বছর চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় মাঠের মধ্যেই জয়াকে আংটি পরিয়ে দিয়েছিলেন দীপক। এবারের আসরে ১৪ কোটি রুপি দিয়ে দীপককে আবারও দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান দীপক। ফলে এবারের আইপিএলে তাকে খেলতে দেখা যায়নি। আগামী ২৯ মে আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে। তার তিন দিন পরেই বিয়ে করছেন দীপক। আইপিএল শেষেই ভারতীয় দল ব্যস্ত হয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ নিয়ে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল