December 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 27th, 2025, 2:56 pm

মাঠে লুটিয়ে পড়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

 

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল যাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে মাঠে দুই দলের ক্রিকেটাররা যখন ওয়ার্মআপে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকি।

মাঠেই লুটিয়ে পড়েন তিনি, মুহূর্তের মধ্যে চারপাশে ভিড় জমে যায়। তাৎক্ষণিকভাবে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মাহবুব আলী জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাকের পর জাকিকে সিপিআর দেওয়া হলে তিনি কিছু সময়ের জন্য শ্বাসপ্রশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে আবারও তিনি নিস্তেজ হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত চিকিৎসা সহায়তা দেওয়া হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। সব চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

এনএনবাংলা/